হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে উত্তর শ্যামলী এলাকা পরিদর্শন করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।
বেলা ১২ টায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও সহকারী কমিশনার ভূমি আসমা বিনতে রফিক পরিদর্শন করেন।
এ সময় তারা হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে পুরাতন খোয়াই নদীর ভূমি উন্মুক্তকরনে এলকাবাসীর সাথে পরামর্শ করেন। পুরাতন খোয়াই নদীতে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার কারন হয় এমন বিভিন্ন অবৈধ স্থাপনা তারা ঘুরে ঘুরে দেখেন। এই অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদের ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। এ সময় কাউন্সিলর টিপু আহমেদসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।