শবে বরাত নিয়ে কটুক্তি করায় আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ও রবিউল ইসলাম বোরহান নামে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ২৯ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন এর আদালতে মামলাটি দায়ের করেন আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ জেলা শাখার সদস্য ও বাহুবল উপজেলার বশিনা মঞ্জিলে “আলী” খান্দান দরবার শরীফের গদ্দীনিশিন পীরে তরিকত শাহজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী বশনী ।
বিজ্ঞ বিচারক মামলার শুনানী ও জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দিবেন বলে জানান। গতকাল রবিবার বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১২ ই মার্চ শুনানীর তারিখ নির্ধারণ করেন।
আসামী আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ঢাকার ইহইয়া-উস-সুন্নাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং অপর আসামী রবিউল ইসলাম বোরহান সালাফি মানহাজ ইউটিউব চ্যানেল এর এডমিন।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ জানান, ১নং আসামী আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ঢাকার একটি মসজিদের খুতবায় বলেন “১৪ই শাবান (তথা শবে-বরাত) রাত্রীতে এভাবে মসজিদে ভীর না করে যদি বেশ্যাখানায় রাত কাটায় তারপরও এর চেয়ে ভাল”। সে আরও বলে “শবে-বরাত নাকি জিনার চেয়েও খারাপ, সুদ ঘুষের চেয়েও খারাপ”। ১নং আসামীর এই বক্তব্য ২নং আসামী রবিউল ইসলাম বোরহান তার ইউটিউব চ্যানেলে প্রচার করে। তার এই বক্তব্যের মাধ্যমে বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান পবিত্র শবে-বরাতকে চরমভাবে অবমানের মাধ্যমে বাদীর ধর্মীয় বিশ্বাস অনুভ‚তিতে জঘন্য ভাবে আঘাত করেছে তথা বিশ্বের পীর মাশায়েখ, আলেম ওলামা ও সাধারণ মুসলমানগণের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছেন এবং মুসলমানদের হৃদয়ে মারাত্মক ভাবে রক্তক্ষরণ সৃষ্টি করে। মামলা ফাইলিং করেন আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ জেলা শাখার আইন সম্পাদক এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, সাথে ছিলেন এডভোকেট মোঃ বদরু মিয়া, এডভোকেট মোঃ আবুল ফজল,এডভোকেট ফয়ছল আহমেদ চৌধুরী, এডভোকেট জেবুন্নেছা চৌধুরী মুক্তা,এডভোকেট শাহ ফকরুজ্জামান, এডভোকেট মোঃ জামাল আহমেদ,এডভোকেট মনির আহমেদ, এডভোকেট দিপু চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম চৌধুরী,এডভোকেট আজিজুর রহমান সহ অর্ধশত আইনজীবী শুনানীতে অংশ গ্রহন করেন।
মামলার বাদী পীরে তরিকত শাহজাদা সৈয়দ মোহাম্মদ আলী বশনী বলেন আসামীরা ইচ্ছাকৃতভাবে জ্ঞাতসারে এই অপরাধ করেছে। তাই তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।