মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।

আজমিরীগঞ্জ পৌরসভায় জন্ম নিবন্ধন করতে দুর্ভোগে জন সাধারন।

মোঃ আশিকুর রহমান
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ০ বার পঠিত

বছরের পর বছর ঘুরলেও হয়নি জন্ম নিবন্ধন।  হয়রানির আতুরঘর আজমিরীগঞ্জ পৌরসভা, জন সাধারনের দুর্ভোগ।  অনলাইনে জন্ম নিবন্ধন করতে গেলে ৮ মাস,৬ মাস, ৪ মাস, ৩ মাস পেরিয়ে গেলে পাওয়া যেত জন্ম নিবন্ধন। কিন্তু বছরের পর বছর গেলেও হয়নি জন্ম নিবন্ধন। এমনই ঘটনা ঘটে এক ভুক্তভোগী। আজমিরীগঞ্জ ৮ নং ওয়ার্ড সরাপনগর গ্রামের এক ভুক্তভোগী গত বছরের ১৬/১০/২৪ ইং তারিখে অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনীর  আবেদন করে, আজমিরীগঞ্জ পৌর সভায় জমা দিলে, হবিগঞ্জ জেলা অফিসে গিয়ে সংযুক্তি সহ জমা দিতে হবে। জমা দেওয়ার একমাস পর আসে জন্ম নিবন্ধন। কিন্তু  পৌরসভা অফিসে গেলে আজ নয় কাল ঘুরতে হয়।মাসের পর মাস।আজ সোমবার জেলা অফিসে গেলে জন্ম নিবন্ধন জানতে চাইলে হিসাব কাম কম্পিউটার অপারেটর মোঃ সোহাগ মিয়া ভুক্তভোগীকে বলেন স্মারক নাম্বার ছাড়া হবে না, আপনি ৩ টার সময় আসেন।স্মারক নাম্বার বললে তিনি বলেন আবেদন বাতিল হয়ে গেছে  আজমিরীগঞ্জ পৌরসভায় আবার যোগাযোগ করেন।আজমিরীগঞ্জ থেকে হবিগঞ্জে ঘুর পাকেও মিলছে না জন্ম নিবন্ধন। আর কত হয়রানির শিকার হলে মিলবে এই জন্ম নিবন্ধন। আজমিরীগঞ্জ পৌরসভার বিভিন্ন কাজ করতে গেলে জন সাধারণের ভোগান্তি শিকার হচ্ছে। জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভার জন্মনিবন্ধন, ওয়ারিশিয়ান,নাগরিক সনদ পত্র আনতে গেলে।প্রথমে অনলাইনে আবেদন করতে হবে,পরে গেলে মাস পর মাস ঘুরতে হয়।বিশেষ করে জন্মনিবন্ধনের সংশোধন ও নতুন করে আবেদন করলে,মাসের পর মাস পেরিয়ে যায়, কিন্তু জন্মনিবন্ধন ছাড়া কোন কাজকর্ম হয় না,পূর্বে বিদ্যালয়ে ভর্তি হলেও জন্মনিবন্ধন করতে হয়।
কিন্তু আজমিরীগঞ্জ পৌরসভার দাপ্তরিক কাজের কারনে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের। 
আজমিরীগঞ্জ পৌরসভার এক কর্মকর্তা জানান, অনেক দিন হওয়ায় হতে পারে,আগামীকাল দেখা করেন।এই বিষয়ে আজমিরীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার এর সঙ্গে মুঠোফোন আলাপ করলে তিনি জানান  
পৌরসভায় জন্ম নিবন্ধন তথ্য সংশোধন অথরিটি হচ্ছে হবিগঞ্জ জেলায় উপপরিচালক স্থানীয় সরকার,উনার দপ্তরে এই বিষয় নিয়ে যোগাযোগ করতে হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..