বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন। হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সহ সভাপতি হাফিজুর ইসলাম হাফিজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার হবিগঞ্জ শহরের রাসেল হাওর বিলাস কালা ডুবায় এই ইফতারের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর ছাত্রদলের নেতা মো কামরুল ইসলাম রমজান ও নবীগঞ্জ উপজেলার ছাত্র দলের নেতা এইচ আর হাবিব প্রমুখ।
ইফতার মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।