মাধবপুরে চাঁদাবাজির অভিযোগ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জামিল চৌধুরী সহ দু’জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। অভিযানের সময় তাদের কাছ থেকে আদায়কৃত ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫আগষ্ঠ) রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত: শাহাবউদ্দিন মিয়ার পুত্র ছাত্রদল নেতা মো. জামিল চৌধুরী (৩০), এবং বাঘাসুরা গ্রামের ডাক্তার সালাউদ্দিন খাঁনের পুত্র মো. মোনায়েম খাঁন (২৫) কে গ্রেফতার করে যৌথবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করেছে বলে সূত্র জানিয়েছে।
অভিযানের সময় তাদের কাছ থেকে ৯০ হাজার টাকা জব্দ করা হয়, যা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে আদায়কৃত বলে ধারনা করা হচ্ছে।
মাধবপুর থানার ওসি শহীদ উল্লাহ জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন এধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।