মোঃ নুরুজ্জামান রাজু :-হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত হলেন, মাধবপুর উপজেলার ভবানীপুর গ্রামের রহিম বাদশার ছেলে আরফান মিয়া (২৩। আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া -২০ নাম্বার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আরফান, মাহিন, হৃদয় মোটরসাইকেলে করে সাতছড়ি ঘুরতে যাচ্ছিল। তারা তেলিয়াপাড়া -২০ নাম্বার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান আরফান।মাহিন ও হৃদয় আশংকাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছে।
মাধবপুর থানার ওসি জানান, আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে লাশ নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে.।