রমজানে রোজা রেখে ৩২ তম রক্তদান করলেন মো হাদিউজ্জামান খান শরীয়তপুর জেলার একজন রোগী কে ঢাকা নারায়ণগঞ্জ হেলথ রিসোর্ট হাসপাতালে গিয়ে রক্ত দিয়েছেন । হাদিউজ্জামান খান বলেন স্বেচ্ছাসেবীরা টাকায় নয়, ভালবাসায় বিক্রি হয় আমি এপর্যন্ত আট হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে দিয়েছি এই দশ বছরে সারাজীবন এই মানবতার কাজে থাকব ইনশাআল্লাহ