শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।

শায়েস্তাগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে আতিক হাসান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

এ ঘটনাটি ঘটে বুধবার (২৯ জানুয়ারি) ভোর রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার চরনুর আহম্মদ প্রকাশ দাউদ নগর গ্রামের নিজ বাড়ির সামনে।

তাঁর পরিবার ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার পৌরশহরে চরনুর আহম্মদ প্রকাশিত দাউদনগর গ্রামের হতদরিদ্র দিন মজুরি মোঃ আমিন আলী বড় ছেলে মোঃ আতিক হাসান নেশা গ্রস্থ। নেশা টাকা না পাইলে মা- বাবা সাথে ঝগড়া বেঁধে ঘরের মধ্যে ভাংচুর করতে থাকে।

গত মঙ্গলবার বিকালে মা- বাবা টাকা না দেওয়ায় ঘরের টিন সহ অন্যান্য মালামাল ভাংচুর করে। সন্ধা পর বাড়ি থেকে রাগ করে বের হয়ে যায় কিন্তু আতিক হাসান রাতে ফিরে না আসায় তাঁর মা-বাবা, ছোট ভাই, বাড়ির আত্মীয় স্বজন সহ এলাকার লোক জন হাট-বাজার, রেলস্টেশন ও আশপাশে আতিক হাসানকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ভোর সকালে বাড়ির পাশে করব স্থানে গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় তাঁর মা বিলকিস আক্তার।

তখন মা শোর চিৎকার শুরু করলে আশ-লোকজন ঘুম থেকে উঠে এগিয়ে গিয়ে দেখে গাছের ডালের সাথে প্লাস্টিক দড়ি দিয়ে গলায় ফাঁস ঝুলন্ত অবস্থা দেখে থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথকে খবর দিলে তাঁর নির্দেশে থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফাঁস লাগলো যুবক আতিক হাসান এর লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..