রোগ বিবরন : ঠান্ডা লাগা, ভিজা জায়গায় অনেকক্ষন বসিয়া বা দাঁড়াইয়া কাজ করা কিংবা সায়োটিকা নার্ভের উপর কোন রূপ চাপ পড়া। আঘাত লাগা, আরও কারনে এই পীড়া হইতে পারে। উরু সন্ধির নিকটবর্তি স্থান হইতে বেদনা আরম্ভ হইয়া উরু দেশের পশ্চাদ দিক দিয়া হাঁটু কখনও পায়ের পাতা পর্যন্ত বিস্তৃত হয়। এই বেদনা সর্বদা না থাকিয়া সময় উপস্থিত হয়।
🎋চিকিৎসা:
আর্ণিকা মন্ট (Arnica Mont) : অতিরিক্ত পরিশ্রম বা আঘাত জনিত কারনে সায়োটিকা ব্যথা, আক্রান্ত স্থান অসাড় বোধ হইলে আর্ণিকা উপকারী।
সেবন বিধি : শক্তি 30 বা 200 সকাল বিকাল দিনে দুই বার। পুরাতন রোগে উচ্চ শক্তি।
☘️ক্যালি হাইড্রো (Kali Hydro) : সায়োটিকার বেদনা চুপ করিয়অ বসিয়া বা শুইয়া থাকিলে বেদনা বৃদ্ধি, রাতে বৃদ্ধি। হাঁটু ফোলে বেদনা করে, সেই বেদনা নড়াচড়ায় আরাম বোধে ক্যালি হাইড্রো উপকারী।
সেবন বিধি : শক্তি 30 বা 200 দিনে দুই মাত্রা। পুরাতন রোগে আরো উচ্চ শক্তি।
🌷আর্সেনিক এলব (Arsenic Alb) : সায়োটিকা বেদনা রাত্র ১২ টা থেকে ২ টার মধ্যে বৃদ্ধি। আক্রান্ত স্থান জলে, গম তাপে বা সেকে উপশম বোধ হইলে আর্সেনিক অব্যর্থ।
সেবন বিধি : শক্তি 30 বা 200 সকাল বিকাল দিনে দুই মাত্রা।
🍒ভিস্কাম এলব(Viscum Alb) : উভয় পায়ে সায়েটিকা ব্যথায় এই ঔষধ ব্যবহার করিয়অ উপকার পাওয়া গিয়াছে।
সেবন বিধি : শক্তি 30 বা 200 দিনে দুই মাত্রা। পুরাতন রোগে 1m ,10m ।
🎍ব্রাইওনিয়া (Bryonia Alb) : সায়েটিকা ব্যথা, নড়াচড়ায় বৃদ্ধি স্থির হইয়া শুকাইয়া বা বসিয়া থাকিলে উপশম। কোষ্ঠবদ্ধ জিহ্বা সাদা এই সমস্ত লক্ষনে ব্রাইওনিয়া দিবেন।
সেবন বিধি : শক্তি 30 বা 200 দিনে দুই বার। পুরাতন রোগে 1m ,10m সকাল বিকাল দুই মাত্রা।
🏝️ডায়োস্কোরিয়া (Dioscorea) : ডান দিকের সায়েটিকা বেদানা নড়াচড়ায় বৃদ্ধি। স্থির হইয়অ বসিয়া বা শুইয়া থাকিলে বেদনার উপশমে ইহা উপকারী।
সেবন বিধি : শক্তি 30 বা 200 সকাল বিকাল দিনে দুই বার।
♻️ন্যাফেলিয়ম (Gnaphalium) : সায়েটিকা ব্যথা, কোমর হইতে পা পর্যন্ত পরিচালিত হয়। সেই ভীষণ বেদনার সহিত পা যদি অসাড় ভাব থাকে তবে ন্যাফেলিয়ম দিবেন। পুরাতন কোমর বেদনা বিশ্রামে উপশম হইলে ইহাতে উপকার হইবে।
সেবন বিধি : শক্তি 6, 30 বা 200 সকালে বিকালে দিনে দুই মাত্রা।
ইত্যাদি