হবিগঞ্জের প্রদীপ্ত রায় সরকার। স্বপ্ন যেন আকাশ ছুঁয়েছে তাঁর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দুটি ইউনিটেই ভর্তির সূযোগ করে নিয়েছে সে। শুধু তাই নয়, সমন্বিত মেধা তালিকায় বি- ইউনিট তথা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে হয়েছে ৩৭ তম।
তাঁর এই অর্জনে প্রশংসায় ভাসছে তাঁর পরিবার। জানা যায়, প্রদীপ্ত রায় সরকার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১ বছর ইউএসএ তে ইয়েস প্রোগ্রামে ফুল ফ্রি স্কলারশিপ পায়। অতঃ পর দেশে এসে ইংলিশ মিডিয়ামে যাত্রা শুরু করে প্রদীপ্ত।
সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ থেকে এ লেভেলস উত্তীর্ণ হয় প্রদীপ্ত।
২০২৩ এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA (Institute of Business Administration) এর ভর্তি পরীক্ষায় চান্স পায় প্রদীপ্ত। সফলতা তখনও যেন বাকি ছিলো কিছু, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের মেধা তালিকায় ৩৭তম হয় প্রদীপ্ত।
এ বিষয়ে জানতে চাইলে প্রদীপ্ত
ফাষ্ট বাংলা২৪.কম কে বলে,আমি চেষ্টা করেছি। ঈশ্বরের সহায়তা ও আমার একাগ্রতা আমাকে এগিয়ে নিয়েছে। আমি সকলের আশির্বাদ প্রার্থী।
উল্লেখ্য, প্রদীপ্ত হবিগঞ্জ পৌর এলাকার ঘাটিয়া আবাসিক এলাকার আ্যড: প্রমথ সরকারের ছেলে।