হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ২০০৭ ব্যাচ কর্তৃক পরিচালিত রক্তের বন্ধন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল অসহায়দের জন্য ইফতার সামগ্রী বিতরন ও পরবর্তীতে সংগঠনের সদস্যদের জন্য স্থানীয় ফুড ভিলেজ চাইনিজ রেস্টুরেন্টে প্রতিবছরের ন্যায় এ বছরেও যথারীতি ২৮ রমজানে ইফতারের আয়োজন করা হয়।এতে শহরে অবস্থানকারী সংগঠনের সদস্য ও ঈদের ছুটিতে আসা সরকারি বেসরকারি চাকরিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ অন্যান্য বিভিন্ন পেশার সদস্যরা উপস্থিত থেকে ইফতারে অংশগ্রহণ করে। এ সময় ঈদে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায়দেরকে আজ ঈদের জামাকাপড় ও ঈদ সামগ্রী বিতরনের জন্য উদ্যোগ নেয়া হয়।এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাক্তার রাজীব দাস, সাধারণ সম্পাদক আব্দুল মুহিত চৌধুরী মিশু,সহ-সভাপতি সালেহ আহমেদ মিজবাহ,যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল চৌধুরী,কোষাধ্যক্ষ তানজিল বিন তাহির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আশিকুল মুহিত খান,প্রচার সম্পাদক মো:তানভীর হোসেন, এছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ এডভোকেট মাহবুবুল ইসলাম পাঠান,আজিজুল বারী শাহি,ডাঃআশরাফুল ইসলাম শাওন,আসফাক রাফি,ফরিদ উদ্দিন জামান,দীপঙ্কর নাথ, মইনুল হোসেন তারিকুল রাফি,ডাঃ নবারুন গোস্বামী, ফয়েজ সাদী, মনির উদ্দিন, ইফতেখার রাব্বি, রায়হান আহমেদ আকাশ, সুমন দেবনাথ,সৈয়দ নাহিয়ান শোভন,লুৎফুর রহমান, কিশোর দাস,আব্দুল আজিজ, শামসুল ইসলাম, রাহিন,রাহি,আবুল কালাম জীবন ও মহিবুর রহমান,তৌফিক আহসান প্রমুখ।এ সময় দেশ ও জাতির জন্য দোয়ার আয়োজন করা হয় এবং পাশাপাশি হবিগঞ্জবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানানো হয়।