ইসরাইলি আগ্রসনের বিরুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর তেমুনিয়া জামে মসজিদ, জিন্নাতপুর জামে মসজিদ, নাজিরপুর জামে মসজিদ, বিশ্বরোড জামে মসজিদ এবং তৌহিদী জনতা ও ছাত্র জনতার ব্যানারে খন্ড, খন্ড, মিছিল নিয়ে এসে তেমুনিয়া মুক্তিযোদ্ধা চত্বর এর সামনে একসাথে মিলিত হয়।
দলমত নির্বিশেষে বিভিন্ন ইসলামিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করা হয়।
অবৈধ ইসরাইলের বিরুদ্ধে নীর অপরাধ, নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা চত্বর হতে তেমুনিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মুক্তিযুদ্ধ চত্বরে এসে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।
এতে মৌলানা শামসুদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মৌলানা কুতুব উদ্দিন। বিক্ষোভ মিছিলে এছাড়াও বক্তব্য রাখেন হাফেজ বিল্লাল, মাহমুদুল হাসান শাকিল, হাফেজ আদিলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মৌলানা মোবাশ্বির হোসেন, সৈয়দ স্যার, মনিরুজ্জামান মনির, আছকির মিয়া, আল আমিন, শামীম আহমদ, আব্দুল কাদির, মারুফ মিয়া প্রমুখ।
বক্তরা বলেন অবৈধ ইসরাইলকে এই যুদ্ধ থামাতে হবে, নিরীহ ফিলিস্তিনি ভাইদের উপর যে জুলুম অত্যাচার হয়েছে তার বিচার করতে হবে।
অবৈধ ইসরাইলের যে পূর্ণ সামগ্রী রয়েছে আমাদের বাংলাদেশে তা আমাদের বর্জন করতে হবে, এটা আমাদের মুসলমানদের ঈমানী দায়িত্ব।