আজকে দুপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি হবিগঞ্জ জনবীমা এর নিজশ্ব মালিকানাধীন কার্যালয় শহরের টাওন হল রোডস্থ (খাজা গার্ডেন সিটি ৫তলা) এ ঈদ পূর্নমিলনী ও উন্নয়ন সভা অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে, এতে প্রধান অতিথি ছিলেন, মোঃ মনিরুল ইসলাম, সহকারী ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া প্রধান হবিগঞ্জ ২৩, সভাপতিত্ব করেন,মোঃ সামাদ আলী, জি এম-১ ও জোন প্রধান হবিগঞ্জ।
বিশেষ অতিথি ছিলেন, মোঃ আনোয়ার হোসেন(আলতু)সহকারী জোন প্রধান(বানিয়াচং) হবিগঞ্জ। মোঃ ফজলুর রহমান এজিএম(কটিয়াদি)হবিগঞ্জ। বিশেষ অতিথি :মোঃ হাবিবুর রহমান (লিলু) এজিএম (হবিগঞ্জ সদর) হবিগঞ্জ।এতে আরো বক্তব্য রাখেন :মোছঃসীমা আক্তার, এজিএম (বানিয়াচং) হবিগঞ্জ।
মোঃএহসান মাহবুব, এজিএম (বানিয়াচং)হবিগঞ্জ। মোঃরিপন মিয়া, এজিএম (আজমিরীগঞ্জ)হবিগঞ্জ,নাছরিন আক্তার (রিজু)এজিএম(লাখাই) হবিগঞ্জ। হোসনে আরা সুজিয়া এজিএম (কটিয়াদি) হবিগঞ্জ।
মোছা:রিখা আক্তার,বিএম।মো: হাবিবুর রহমান( রুবেল) ইউ এম,মো:আসমান মিয়া, ইউএম
নিত্য গোপাল দাস সি:অফিসার, নূর মুহাম্মদ সালেক, মো:গিয়াস উদ্দিন সহ প্রমূখ।