পাগল মন রে, কেন করো বাহাদুরি,
কোথায় ছিলে, কোথায় আসছ, একবার তুমি ভাবছনি।
পাগল মন রে। ঐ
মন রে।
ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটিরও সানি,
নিছে মাটিরও বিছানা, পাগল মন রে। ঐ
মন রে।
কত নবী, বাদশা আলী, এই পৃথিবী রাজত্ব করি,
শেষে, মাটির ঘর হইলো আপন বাড়ি।ঐ
মন রে।
বাদশা জুলকারনাইন ছিল, যিনি সারা দুনিয়া শাসন করত,
মরার পরে, চিল দুই হাত খালী।ঐ
মন রে।
আরেক ছিল বাদশা সাদ্দাত, আফসোস করে জান্নাত বানান,
এক কদম রাখার আগে, আজরাইল হাজির। ঐ
মন রে।
ধন সম্পদ, যাহা দেখো, সবই তোমায় পড়ে রইবো,
তুমি আইছ খালি যাইবা খালি। ঐ
মন রে।
যেদিন হবে তোমার মরন, সেদিন বুঝবা কে আপন, কে পর,
পাগল রোকনের আপন দয়াল নবী। ঐ