হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভা। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে ৬০০ টাকা জরিমানা করা হয়। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত হয় এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা আক্তার। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও বিদ্যুৎ বিভাগের সদস্যরা সহযোগিতা করেন
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী অফিসার জাবেদ ইকবাল চৌধুরী ও পৌর পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশনের সহকারী প্রকৌশলী আবদুল কুদ্দুছ শামিম সহ অনেকেই অভিযান শেষে পৌর সভার নির্বাহী অফিসার জাবেদ ইকবাল চৌধুরী বলেন এই অভিযান অব্যাহত থাকবে পৌরসভার যান চলাচলের সমস্যা দূর করতে কাজ করবে হবিগঞ্জ পৌরসভা