দেশের চলমান পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনের একত্বতা রেখে আজ কাফন মিছিল করেছে ছাত্র ছাত্রীরা। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবিগুলো দ্রুত মেনে নেয়ার আহ্বান জানিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ কাফন মিছিল করেছেন। আজ শুক্রবার (১৮ এপ্রিল) জুম্মা নামাজের পর ৩ টার দিকে শিক্ষার্থীরা
ক্যাম্পাসে একত্রিত হয়ে কাঁপন মিছিল বের করেন। মিছিলটি কলেজ থেকে বের হয়ে ধুলিয়াখাল বাইপাস পয়েন্ট পর্যন্ত প্রদক্ষিন করে। শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তাদের দাবিগুলো দ্রুত মেনে নেয়ার জন্য আহ্বান জানান। না হলে আন্দোলন কঠিন থেকে কঠিনতর পর্যায়ে হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষর্থীবৃন্দ ।