সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক ৫ দফা দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বৃন্দাবন সরকারি কলেজ শাখা।
এসময় তারা ১৬ জুলাই ২০২৪ইং তারিখে হওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বহিষ্কার, কলেজ বাস পুনরায় চালু করা, খাবার ক্যান্টিন, হোস্টেলের বর্ধিত ফি বাতিল ও ছাত্র সংসদ নির্বাচনের দাবিগুলো তুলে ধরেন।
বৈছাআ’ বৃন্দাবন কলেজ শাখার পক্ষ থেকে মাহবুব রাফি জানান, আমরা ইতোমধ্যে দুবার স্মারকলিপি দিলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যার কারনে আমরা শিক্ষার্থীদের স্বার্থে হার্ড লাইনে যেতে বাধ্য হয়েছি।
উল্লেখ্য, উক্ত স্মারকলিপির প্রেক্ষিতে ২৪ ঘন্টার আল্টিমেটামে সংহতি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার আহ্বায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব মাহদী হাসান ও মুখপাত্র রাশেদা বেগম। তারা দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন।