ইসলামিক।ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পবিত্র কোরআন খতম ″ ইসলাম প্রচার ও প্রসারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদান ″ শীর্ষক বর্ণাঢ্য রালী আলোচনা সভা ও দোয়া মাহফিল যথাযত মর্যাদায় উদযাপিত হয়েছে। গতকাল সকাল হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এর সামন থেকে বর্নাট্য রালী বের করে শহর প্রদক্ষিণ করে, হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি হল প্রাঙ্গনে, অতিরিক্ত জেলা প্রশাসক হবিগঞ্জ ও সিনিয়র সহকারী কমিশনার,মোঃআতাউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ আবু জাহির, মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ -৩।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আতাউর রহমান সেলিম, মেয়র হবিগঞ্জ পৌরসভা, নুরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ হবিগঞ্জ, মোতাচ্ছিরুল ইসলাম, চেয়ারম্যান হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ,মোঃখলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল ) মোঃফারুক মিয়া, অধ্যক্ষ হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসা, মুহাম্মদ মনিরুজ্জামান উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ।এর সার্বিক পরিচালনায়, আরো বক্তব্য রাখেন মাওঃসামসুল হক মুসা সভাপতি, হবিগঞ্জ জেলা ঈমাম সমিতি, মাওঃআমিনুল হক সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা ঈমাম সমিতি,মাওঃআব্দুল মজিদ পিরিজপুরী , সভাপতি, হবিগঞ্জ জেলা শিক্ষক সমিতি(ইফা), মাওঃআলমগীর হুসেন সাইফি, প্রভাষক, হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসা,মাওঃগোলাম মস্তুফা নবীনগরী,খতিব কেন্দ্রীয় ঈদগাহ হবিগঞ্জ। মোঃআব্দুল আওয়াল,সুপারভাইজার,(ইফাঃ) মোহাম্মদ আব্দুল নূর দুলাল,মডেল কেয়ারটেকার মাওঃআবু তৈয়ব মোজাহিদি, প্রমুখ এর পরেই সলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক ২০২৩ সালের গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা দেওয়া হয় এবং ঈমাম সম্মেলনের আনুষ্ঠানিক সমাপনীর আলোচনার পরে দেশ ও জাতীর কল্যানে দোয়ার মাধ্যমে সমাপনী হয়।