এ সময় ১১টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ৬ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা পূর্বক আদায় করা হয়। এ ছাড়াও এ সময় আনুমানিক ১.২ মে. টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। রতন রায় স্টোর কে ৮০,০০০/-,জামাল স্টোর ৩৫০০০/-,গনেস্বর ভান্ডর ৩০০০০/-,শ্যামা স্টোর ৩৫০০০/-,দয়ামায়া স্টোর ৫০০০০/-,কৃষ্ণ চন্দ্র পাল ১ লক্ষ টাকা,চুটু মিয়া স্টোর ৩০০০০/-,স্বরুপ ভান্ডার ১ লক্ষ টাকা,হরিলাল স্টোর ৪৫০০০/-,মেসার্স কাজল চক্রবর্তী ৫০০০০/-,ভাই ভাই স্টোর ৫০০০০/- টাকা জরিমানা পূর্বক আদায় করা হয়।
অবৈধ পলিথিন বিরোধী মোবাইল কোট পরিচালনা করেন মোহাম্মদ এমরান হোসেন, পরিচালক পরিবেশ অধিদপ্তর সিলেট। সহায়তা করেন RAB 9 এর উপসহকারী পরিচালক নুরুল ইসলাম ও তার টিম।