হবিগঞ্জ সদর উপজেলায় বোরো ধান কর্তন উৎসব শুরু হয়েছে। গত মঙ্গলবার বোরো জমির হাওরে এ উৎসব অনুষ্ঠিত হয়। হাওরে কৃষকদের সাথে কথা বলে, উস্তার মিয়া নামে এক কৃষক জানন যে উপ সহকারী কৃষি কর্মকর্তা জনাব আফরোজ মিয়ার সু -পরামর্শে এবং সুন্দর দিক নির্দেশনায় বঙ্গবন্ধু ধানের জাত বীজ রোপন করেন এতে তারা সফল হয়েছেন। এবং ভালো বাম্পার ফলন হয়েছে বলে তারা মহান আল্লাহর কাছে শুকুরিয়া জ্ঘাপন করেন।
তারা বলেন এই বাম্পার ফলনে প্রতি শতকে ৩০-৩৫ কেজি ধান হবে। কৃষকরা জানান যে এমন কৃষি কর্মকর্তা পেয়ে আমার অনেক খুশি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরে আলম সিদ্দিকী। এবং সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা জনাব সাইফুল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে। উৎসবমুখর পরিবেশে কৃষকদের সাথে বোরো ধাণ কর্তন উৎসবে অংশ নেন জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক বলেন, সরকার সর্বদা কৃষকের পাশে আছে সরকার প্রতি কেজি ধানের দাম ৩২ টাকার মূল্য নির্ধারণ করেছেন। সবাই কে সঠিক মূল্য তে ধান বিক্রির আহ্বান করেন এবং প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে একটি জমিও যেন অনাবাদী না থাকে তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।