হবিগঞ্জ থেকে,
মহাজাগতিক নানা বিরল ঘটনা মানুষকে অবাক করে দেয়। আকাশের দিকে তাকিয়ে সামান্য পরিবর্তন লক্ষ্য করলেই মানুষের মনে নানা প্রশ্ন জাগে।
ঠিক এমনই অবাক করা এক বিরল দৃশ্য দেখা গেলো হবিগঞ্জের আকাশে! আজকের আকাশে যে সূর্য্য ওঠেছে সেটিকে চারদিক থেকে ঘিরে রেখেছে রামধনু। বিষয়টি নিয়ে সোশ্যাল সাইটে রীতিমতো হুলুস্থুল শুরু হয়ে গেছে। অনেকেই সূর্য্যের এমন সুন্দর দৃশ্য ক্যামেরায় বন্দি করেছেন।
হবিগঞ্জ শহরের বাসিন্দাদের অনেকের ফেসবুক টাইমলাইনজুড়ে শুধু আজকের সূর্য্যের ছবি এবং ভিডিও।
তবে এই মহাকাশীয় ঘটনাটি সূর্যের এক অন্যরকম সুন্দর দিক তুলে ধরেছে। ছবিতে দেখা যাচ্ছে সূর্যকে ঘিরে আছে রামধনু! এটিকে বৈজ্ঞানীক ভাষায় ‘Sun Halo’ বা ‘রেনবো রিং অফ সান’ বলা হয়।
এটি কীভাবে হয়?
সাধারণত বৃষ্টির সময় বায়ুমণ্ডলে উপস্থিত জলের কণা থেকে রামধনু গঠিত হওয়ার ঘটনা ঘটে। জলীয় বাষ্পের উপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে এমন বলয়ের সৃষ্টি হয়। অনেক সময়ই হয়, কিন্তু দৃষ্টির মধ্যে আসে না।
বর্ষাকালে পৃথিবী থেকে কিছু দূরে বায়ুমন্ডলে অনেক সময় আইস ক্রিস্টাল গঠিত হয়। সূর্যের কিরণ ক্রিস্টালের উপর পড়ার পরে উভয়ের মধ্যে ২২ ডিগ্রির পার্থক্য আসে এবং এটি যখন পৃথিবী থেকে দেখা যায় তখন এটিকে রামধনুর মতো সূর্যের চারপাশে রিং-এর মতো দেখায়। অনেক সময় এতে ৪৬ ডিগ্রিরও অন্তর থাকে।