লাখাই(হবিগঞ্জ)প্রতিনিধি::হবিগঞ্জের লাখাইয়ে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার লাখাই থানার এসআই শুভ চন্দ্র সাহা বাদি হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে আরও ৩/৪শ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় ওই উপজেলার মোড়াকরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মোল্লা ফয়সলের (মোটরসাইকেল প্রতীক) পক্ষে একটি মিছিল বের করা হয়। একই সময় অপর স্বতন্ত্র প্রার্থী সালা উদ্দিন সুমনের (চশমা প্রতীকের) পক্ষে আরও একটি মিছিল বের করে তার সমর্থকরা। উভয় মিছিল মুখোমুখি হলে তারা উত্তেজিত হয়ে উঠে। তখন তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তিনিসহ ৯ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। যেহেতু এ উপজেলায় ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচন তাই তারা আহত অবস্থায় থেকেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও অভিযান অব্যাহত আছে।